বাঁকুড়ার বড়জোড়ায় একটি বেসরকারী কারখানায় শ্রমিক বিক্ষোভ

2nd September 2020 2:16 pm বাঁকুড়া
বাঁকুড়ার বড়জোড়ায় একটি বেসরকারী কারখানায় শ্রমিক বিক্ষোভ


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  বাঁকুড়া জেলার বড়জোড়ার হাট আশুড়িয়ার কংসবতী স্পিনিং মিল কারখানার আজ সকাল থেকেই বেশ কয়েক দফা দাবিতে  শ্রমিক বিক্ষোভে উত্তাল হয়ে উঠলো কারখানার মুল গেট চত্বর। মোট একশো জনের মতো এই বিক্ষোভে অংশ নেয়। প্রদীপ নন্দী  নামে কারখানার এক কর্মচারী জানান,আমরা প্রশাসনকে আমাদের সমস্যা লিখিত আকারে জানানো সত্বেও কোনো ব্যবস্থা গ্রহন করেননি।
আমাদের সাথে যে মিলগুলো আছে তারা সমস্ত সুযোগ সুবিধা পেলেও আমরা পাচ্ছি না।ওদের সর্বনিম্ন বেতন ত্রিশ হাজার টাকা আর আমাদের বেতন দশ হাজার টাকা।যতক্ষন না আমাদের বেতন বৃদ্ধি করছে আমাদের এই আন্দলন চলবে। কারখানার এক ইঞ্জিনিয়ার বলেন,কারখানার নতুন মেশিনের যে ইঞ্জিনিয়ার এসেছে তাকে কাজে লাগান।তাকে ভিতরে ঢুকতে দিন।যাতে মেশিনটা নতুন করে প্রোডাকশন করতে দিন।যে মেশিন টা মোটা মেশিন আমরা সরকারি সাহায্য নিয়ে একটা মোটা মেশিন আজ ঢুকেছে আমরা তা চালু করতে পারছি না। হাট আশুড়িয়া অঞ্চল সভাপতি বুধন ঘোষ বলেন,আমাদের শ্রমিক শোষন করছে এই কারখানা।স্পিনিং মিলের যত কারখানা আছে সব যায়গাতেই বেতন বেড়েছে কিন্তু আমাদের কারখানায় বেতন বাড়েনি।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।